Uttar DInajpur : রোগীর পরিজনকে মারধর করায় উত্তেজনা হাসপাতাল চত্বরে

আরও পড়ুন

ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিজনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে।। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।

সূত্রের খবর, ইসলামপুর থানার পুরাতন পল্লীর বাসিন্দা মির হায়দার নামে এক ব্যক্তি রোগী দেখতে হাসপাতালে যাওয়ার সময় গেটে থাকা সিকিউরিটি গার্ড তাকে বাধা দেয় বলে অভিযোগ।। এরপর সিকিউরিটি গার্ডের সঙ্গে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা রোগীর এক পরিজনকে বেধড়ক মারধর করে মাথা পাঠিয়ে দেয় বলে অভিযোগ। এরপর হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা।। এমন ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।।

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।। যদিও এবিষয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close