কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে ঘটনার সত্য উদঘাটনের দাবিতে সোমবার রায়গঞ্জ কর্নজোড়ায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ অফিসের সামনে বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিদ্যার্থী পরিষদের এই কর্মসূচীকে ঘিরে বাঁশ দিয়ে ব্যারিকেট করা হয়েছিল। বিদ্যার্থী পরিষদের মিছিল আসতেই ব্যারিকেডে আটকে যায়। আন্দোলিনকারি ব্যারিকেড ভাঙলেও তারা ভেতরে যেতে পারেন নি। পুলিশ সুপারের গেটের সামনে বিশাল পুলিশ মোতায়ন করা হয়েছিল। শান্তিপূর্নভাবে এই কর্মসূচী শেষ হয়।বিদ্যার্থী পরিষদের রাজ্য সভাপতি শুভব্রত অধিকারি জানিয়েছেন, পুলিশ ভয় পেয়েই তাদের আটকে দেওয়া হয়েছে। পুলিশ অফিসে যেতে বাধা দিলেও আগামীতে রায়গঞ্জ শহরে তারা লাগাতর অবস্থান করে সরকারকে প্রকৃত সত্য উদঘাটন করতে বাধ্য করা হবে বলে শুভব্রত বাবু জানিয়েছেন। ইতিমধ্যেই জনতার সঙ্গে নিয়ে জনআন্দোলন গড়ে তুলবেন বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।