কালিয়াগঞ্জের পর কালিয়াচকে ফের শিশু নিগ্রহের ঘটনা ঘটলো। অভিযোগ ওই কিশোরীকে (Minor) যৌন নিগ্রহের পর খুন করা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার মালদার কালিয়াচকের উজিরপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার এক নাবালিকার মৃতদেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ এসে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রের খবর, স্থানীয়রা প্রথমে ওই যুবতীকে চাষের জমিতে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে, খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিস। গ্রামের স্থানীয়দের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছেন গ্রামবাসীরা। এছাড়া ওই যুবতী স্থানীয় নন বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কে বা কারা তাকে বাইরে থেকে নিয়ে এসে এখানে গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করেছ্ তা জানা যায়নি। যদিও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ ।
কালিয়াগঞ্জের পর কালিয়াচকে শিশু নিগ্রহের ঘটনা। রাজ্যে পরপর শিশু নিগ্রহের ঘটনায় বিরোধীরা আঙ্গুল তুলেছে প্রশাসন ও সরকারের দিকে। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা। যদিও এ ঘটনার সিবিআই তদন্তের দাবি স্থানীয়দের।
মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।