কালিয়াগঞ্জের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট। মঙ্গলবার রায়গঞ্জের সিপিএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এই দাবি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ড: শ্রীকুমার মুখার্জী।শ্রীকুমার বাবুর অভিযোগ, কোন রাজনৈতিক দলের এজেন্সিকে দিয়ে তদন্ত করা ঠিক নয়। তাই তারা বিচারবিভাগীয় তদন্তের দাবি করছেন। একই সঙ্গে তিনি জানান মৃত কিশীরীর দেহ অমানবিকভাবে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে চার পুলিশ কর্মিকে সাসপেন্ড করেছে। জেলা বামফ্রন্টের নেতা শ্রীকুমার মুখার্জী জানিয়েছেন, এই চারজনকে সাসপেন্ড করে জেলা পুলিশ সুপার দায় এড়াতে পারেন না। বামফ্রন্ট নেতারা মনে করেন এই চার পুলিশ আধিকারিককে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের দাবি করেছেন। প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দাঙ্গা বাধানোর চেষ্টা চালানো হচ্ছে।ইতিমধ্যে কিছু মানুষ সেখানে জমায়েত হয়েছেন। তিনি জেলা প্রশাসনকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানান।
উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে উত্তম পাল ও প্রবল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।