কালিয়াগঞ্জ শহরের মূল কেন্দ্র বয়রা কালীমাতা মন্দিরের সামনের রাস্তা রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে বাঁশের ব্যারিকেড তৈরী করায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য,কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানা ঘেরাও এর ডাক দিয়েছে তপসিলি এবং আদিবাসী সমন্বয় কমিটি। এই কর্মসূচীকে কেন্দ্র করে চরম উত্তেজনা থাকায় অপ্রতিকর ঘটনা এড়াতে চাইছে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। আন্দোলনকারিরা যাতে কোনভাবেই থানার ধারে কাছে পৌছাতে না পারে তারজন্য থানার চর্তুদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। রায়গঞ্জ বালুরঘাট রাস্তা কালিয়াগঞ্জের বয়রা কালীমাতা মন্দিরের সামনের রাস্তা আটকে দেওয়ায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষ চরম হয়রানির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।