ব্রাউন সুগার-সহ গ্রেফতার হয়েছে এক মাদকদ্রব্য বিক্রেতা। সোমবার বিহারের পূর্ণিয়ায় ১৫ গ্রাম ব্রাউন সুগার-সহ তাকে গ্রেফতার করে রূপাউলি থানার পুলিশ।
সূত্রের খবর, ধৃতের নাম শম্ভু যাদব, বয়স ২৫ বছর। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধৃত ব্যক্তিটি ভিনরাজ্য থেকে স্মাক এনে কেনাবেচা করতো। সোমবার ধামদাহ থানা ও রূপাউলি থানার পুলিশ ধৃতর রূপাউলি বস্তির বাড়িতে হানা দেয়। পুলিশ আসার খবর পেয়ে তার বাড়িতে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। পুলিশ আইনি প্রক্রিয়ার পরে ধৃতকে আদালতে পেশ করার প্রস্তুতি নিয়েছে।
ফোর্টিন টাইমলাইম, পূর্ণিয়া, বিহার।