বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করলেন জেলা শাসক ও পুলিশ সুপার। এদিন সকালে কুমারগঞ্জ ব্লকের শিয়ালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে। এছাড়াও সঙ্গে ছিলেন কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং-সহ অন্যান্য আধিকারিকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের যে খাওয়ার দেওয়া হচ্ছে তার গুণগত মান খতিয়ে দেখেন জেলা শাসক। কথা বলেন বাচ্চা ও তাদের অভিভাবকদের সঙ্গে৷ পরিষেবা ভাল থাকলেও কেনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কম বাচ্চা আসছে তা জানতে চান সেন্টারের কর্মী সহায়িকাদের কাছে। কোথায় সমস্যা রয়েছে। কর্মীদের বাচ্চার অভিভাবকদের সঙ্গে কথা বলতে বলেন জেলা শাসক। পাশাপাশি জেলা শাসক ও পুলিশ সুপার বাচ্চাদের হাতে বিভিন্ন খেলনা তুলে দেন।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লক থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।