মঙ্গলবার রাতে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিতে উপস্থিত দেশের অন্যান্য মন্ত্রী ও তার দলের সদস্যগন। শেষ শ্রদ্ধাঞ্জলী দিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য রায়গঞ্জের ঘড়িমোড়ের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
রায়গঞ্জের ঘড়িমোর থেকে পবিত্র কোমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।