Uttar Dinajpur : সর্বজনীন রক্তদান উৎসব পালিত

আরও পড়ুন

সর্বজনীন রক্তদান উৎসব আয়োজিত হল রায়গঞ্জের বিধান মঞ্চে। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এর আয়োজনে ও সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচিটি পালিত হয়। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সুব্রত সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী প্রমুখও। এদিন বেশ কিছু স্বেচ্ছাসেবী এগিয়ে আসেন রক্তদানে। তবে এরই মাঝে নজর কেড়ে নেয় বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি। কষ্ট করে সিঁড়ি বেয়ে বিশেষভাবে সক্ষম মানুষেরা হাসি মুখে এগিয়ে আসেন রক্তদানে। সমাজের কাছে এই বার্তাই তুলে দেন তারা যে, প্রতিবন্ধকতা শরীরে থাকলেও মনে যেন না থাকে। এছাড়াও রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চ, সংকল্প, নবাংকুর, সিস্টার নিবেদিতা প্রমুখ সংগঠনগুলি এগিয়ে আসে রক্তদানে। মূলত গ্রীষ্মকালীন রক্তসংকট নিরসনে ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতা পর্যাপ্ত পরিমাণে না থাকায় রক্তদান শিবির আয়োজন করতে পারে না, সে কারণেই সরকারি উদ্যোগে এমন একটি আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

রায়গঞ্জের বিধানমঞ্চ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close