বুধবার মুচিয়ার চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ে বন্দুকবাজের তাণ্ডবের পর থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা। বৃহস্পতিবার বিদ্যালয়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যে জেলা পুলিশের সাহায্যে বন্দুকবাজকে বুদ্ধিমত্তার সঙ্গে গ্রেফতারের ঘটনায় প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয় এবং মুচিয়া এলাকা থমথমে রয়েছে। এদিন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল একেবারেই সামান্য। বহু অভিভাবকেরা আতঙ্কের কারনে নিজেদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর সাহস পাননি। শিক্ষক-শিক্ষিকেরা উপস্থিত থাকলেও তাদের এক অফিস ঘরে গুটি-শুটি মেরে বসে থাকতে দেখা যায় এদিন।
বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, এখন নিরাপত্তা দেওয়া রয়েছে। এটা কতদিন থাকবে। আগামী দিনে যে এমন ধরনের ঘটনা ঘটবে না তা নিশ্চিত করে কে বলতে পারে। তাই তারা পুলিশের নজরদারি বাড়ানোর আর্জি জানিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।