কালিয়াগঞ্জ থানার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানান, বুধবার রাতে কালিয়াগঞ্জ থানায় পুলিশের উপর হামলার ঘটনায় রাধিকাপুরে একজনকে পুলিশ গ্রেফতার করতে গিয়েছিল।পুলিশ তাকে না পেয়ে তার বাবাকে তুলে আনছিল।
সূত্রের খবর, স্থানীয় গ্রামবাসী এবং এই মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবক পুলিশকে বাধা দেয়। পুলিশ যাতে থানায় নিয়ে আসতে না পারে তারজন্য স্থানীয় বাসিন্দারা বাধা দেন। সেই সময় পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে। কানাইয়াবাবু আরও জানান, মৃত যুবক কালিয়াগঞ্জে থাকে না। সে শ্রমিকের কাজ করতে শিলিগুড়িতে থাকেন। আত্মীয়ের বিয়েতেই সে বাড়িতে এসেছিল। তারপরই মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য বলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করছে। বিজেপি কিশোরীর মৃত্যুর পর থেকেই মৃতদেহ নিয়ে রাজনীতি করছে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা