সাংসদ দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে শুক্রবার উত্তরবঙ্গ যে বনধ ডেকেছেন সেই বনধে সিল মোহর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার নিজের নির্বাচনী ক্ষেত্র দক্ষিন দিনাজপুর জেলায় দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে শুক্রবারের বনধকে সর্বাত্মক করে তোলার জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিলেন। সুকান্তবাবু অভিযোগ করেন, উত্তরবঙ্গের মানুষকে মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ যেভাবে গুলি করে মারছে তার প্রতিবাদ জানাতে বিজেপি বনধ ডেকেছে।
সূত্রের খবর, কালিয়াগঞ্জ থানার মালগাঁ গ্রাম পঞ্চায়েতে গাংগুয়া গ্রামে কিশোরীকে ধর্ষন করে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁও গ্রামে পুলিশের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিয়াগঞ্জ শহর জুড়ে ১৪৪ ধারা জারি হয়েছে। ৩০তারিখ পর্যন্ত কালিয়াগঞ্জ ব্লকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। দেবশ্রী দেবীর এই সিদ্ধান্তকে সিল মোহর দিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।