Dakshin Dinajpur : বনধকে সফল করতে পিকেটিং বনধ সমর্থনকারীদের

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুন করার প্রতিবাদে উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধ ডাক দিয়েছে বিজেপি। সেই বনধকে সফল করতে শুক্রবার সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর সহ বিভিন্ন এলাকায় পিকেটিং বনধ সমর্থনকারীদের। বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধে বালুরঘাট সহ জেলায় বেসরকারি যানবাহন ও বাস চলাচল করছে না। তবে রাস্তায় রয়েছে সরকারি বাস। এদিন সকাল থেকে বনধ সফল করতে বালুরঘাট সরকারী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে পিকেটিং করা হচ্ছে। এদিকে বনধকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রের খবর, রাস্তাঘাট ফাঁকা থাকলেও বালুরঘাট তহবাজার আংশিক খোলা রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করে বিজেপি এবং বনধকে সফল করতে সারা শহর পরিক্রমা করার পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিকে বেলা যত গড়াবে তত বোঝা যাবে বন্ধের প্রভাব কতটা। এদিনের এই বনধ সফল করতে রাস্তায় দেখা যায় তপনের বিধায়ক বুধরায় টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিজেপির যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী, মহিলা মোর্চার জেলা সভাপতি ষষ্ঠী বসাক ভট্টাচার্য্য, বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপি বালুরঘাট টাউন যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close