Uttar 24 Pargana : এটিএম-এ অভিনবভাবে প্রতারণার শিকার এক ব্যক্তি

আরও পড়ুন

এটিএম-এ টাকা তুলতে গিয়ে অভিনবভাবে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। ১৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় তার তিন লক্ষ্য টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাত হেলাবটতলা এলাকায়। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও তিনি এখনও পর্যন্ত তার টাকা ফেরত পাননি।

সূত্রের খবর, অসহায় ওই ব্যক্তির নাম তপন বিশ্বাস। তিনি বারাসাতের বাসিন্দা। শুক্রবার সকালে তিনি তার মায়ের চিকিৎসার জন্য হেলাবটতলা এলাকায় একটি এটিএমে ১০ হাজার টাকা তুলতে যান। টাকা তোলা হয়ে গেলে এটিএম-এর ভিতর দাঁড়িয়ে সেই টাকা গুনছিলেন তিনি। সেই সময় এক ব্যক্তি সেখানে এসে বলেন,”দাদা আপনার ট্রানজেকশন শেষ হয়নি, এটিএম কার্ডটি আর একবার পাঞ্চ করে ক্যানসেল করুন।”

অভিযোগ, এরপরই ওই ব্যক্তিকে কোনও কিছু বুঝতে না দিয়ে এটিএম কার্ডটি নিয়ে তাকে তা দেওয়ার ভান করে। কিন্তু, সেই সময় তপন বিশ্বাসের চোখের আড়ালে ওই কার্ডটি বদল করে অন্য একটি একই দেখতে কার্ড তার হাতে ধরিয়ে দেয়। তপনবাবু কিছু না বুঝেই সেখান থেকে চলে যান। এরপরই তার মোবাইলে টাকা কেটে নেওয়ার মেসেজ আসতে থাকে। তার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা করে দফায় দফায় কেটে প্রায় তিন লক্ষ্য টাকা কেটে নেয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই তার অ্যাকউন্ট থেকে টাকা কাটতে থাকে। তবে এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও এর এখনও সুরাহা হয়নি।

এটিএমে সিসিটিভি রয়েছে, সেই ক্যামেরায় এই ঘটনা নিশ্চিতভাবে ধরা পড়েছে, যদিও সেই সিসিটিভি ফুটেজ ব্যাঙ্কের কাছ থেকে চাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে থানা। প্রশাসনের তরফেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, বারাসাত, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close