Uttar Dinajpur : অভিষেক না আসায় দুঃখিত করিম

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেসের ইসলামপুরের বিদ্রোহী বিধায়কের বাড়িতে এলেন না যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়। ইসলামপুরে এসেও বিধায়কের সঙ্গে দেখা না করায় হতাশ করিম চৌধুরী। সভায় আমন্ত্রন না পেয়ে অভিষেকের সভায় গেলেন না বর্ষিয়ান এই বিধায়ক। ফলে ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ জিইয়ে রেখে গেলেন যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, ইসলামপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিবাদ চরমে উঠেছে। বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতি জাকির হোসেন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে ৷ করিম চৌধুরীর অনুগামীদের গুলি করে হত্যা করছে। পঞ্চায়েত দূর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই চালাবেন। ব্লক সভাপতি জাকির হোসেনকে সরিয়ে দেবার দাবি নিয়ে তিনি সোচ্চার হয়েছিলেন। সেই অভিমানকে ভাঙাতে রবিবার ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরীর বাড়িতে আসার কথা ছিল। পুলিশের তরফ থেকে যুবরাজের আসার কথা জানিয়েছিলেন। সেই কথা জেনে করিম চৌধুরী তার বাসভবনকে সাজিয়ে তুলেছিলেন। চোপড়ায় সভা শেষ করে যুবরাজ ইসলামপুর সভাস্থলে পৌছালেও করিম চৌধুরীর বাড়িতে এলেন না। যুবরাজ না আসায় হতাশ করিম চৌধুরী। তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবেন। অভিষেক বন্দোপাধ্যায় তার বাড়িতে না আসায় তার সভাস্থলেও গেলেন না এই বর্ষিয়ান বিধায়ক। করিম চৌধুরী জানিয়েছেন, বাড়িতে আসার কথা বলে না আসায় তিনি দু:খ পেলেন। তার হাজার হাজার সহকর্মিরা দু:খ পেয়েছেন। অভিষেক বন্দোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায় পরের নেতা। ১১ বারের একজন সিনিয়ার বিধায়ককে এভাবে আঘাত দিয়ে ঠিক কাজ করলেন না। তার অনুগামীরা কেউ সভায় যায় নি। তারা আগেই ঘোষনা করেছিল বিধায়ক না গেলে তারা কেউ সভায় যাচ্ছেন না। ঘোষনা অনুযায়ী হাজার হাজার কর্মীসমর্থক সভায় গেলেন না। অভিষেক বন্দোপাধ্যায় বাড়িতে এলে আতিথিয়তা করার জন্য শুকনো খাবারের ব্যাবস্থাও করেছিলেন।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close