Uttar Dinajpur : বিধায়ককে আমন্ত্রণ না জানানোতে সাফাই দিলেন কানাইয়ালাল আগরওয়ালা

আরও পড়ুন

যুবরাজ করিম চৌধুরীর বাড়িতে না যাওয়া নিয়ে সাফাই দিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সভাপতি জানিয়েছেন, অভিষেক ব্যানার্জীর নির্ধারিত কর্মসূচী দু থেকে আড়াই ঘন্টা দেরিতে চলছিলেন। জনসভায় আসা মানুষ অস্থির হয়ে পড়ছিলেন। সেই কারনে অভিষেক ব্যানার্জী সমস্ত কর্মসূচী বাতিল করে জনসভায় হাজির হয়েছিলেন। জনসভায় বিধায়ক করিম চৌধিরীকে আমন্ত্রন না জানানো প্রসঙ্গে কানাইয়াবাবু জানান, অভিষেক ব্যানার্জী তার বাড়িতে যাবার কর্মসূচী ছিল।তারা দুইজন একই সঙ্গে জনসভায় উপস্থিত হবার কথা ছিল। এখানে আমন্ত্রন জানানোর কোন প্রশ্ন করলে খানিকটা উত্তেজিত হয়ে পড়েন জেলা সভাপতি।তার দাবি যুবরাজ যেখানে তার বাড়িতে যাবেন সেখানে তাকে আমন্ত্রন জানানোর কি কোন প্রশ্ন ওঠে। করনদিঘিতে ভোট গ্রহনকে কেন্দ্র যে বিশৃঙখলতার সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে কানাইয়াবাবু জানান, কোন বিশৃঙখলা নয়।সুন্দরভাবে ভোটগ্রহন পর্ব সম্পন্ন হয়েছে। কোথায় প্রার্থী নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল পরবর্তীতে তা মিটে গেছে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close