Jalpaiguri : মাইনোরিটি দফতরের উদ্যোগে হজ যাত্রীদের জন্য প্রশিক্ষন শিবিরের আয়োজন

আরও পড়ুন

একেই ভিন্য একাটা দেশ তার নিয়ম কানুন কি আছে? আবার সেখানে গিয়ে পোশাক কি ভাবে বাঁধতে হবে? নামাজ কোথায় পড়তে হবে? এই রকম একাধিক বিষয়কে সামনে রেখে রবিবার হজ যাত্রী নিয়ে প্রশিক্ষন শিবিরের আয়োজন করা হল জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে রাজ্যের মাইনোরিটি দফতরের উদ্যোগে করা এই প্রশিক্ষন শিবিরে জলপাইগুড়ি জেলা ছাড়াও দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকে মোট ১০৮ জন হজ যাত্রী উপস্থিত হয়েছিলেন।

সূত্রের খবর, প্রতিবছর জলপাইগুড়ি জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে প্রচুর মুসলিম ধর্মালম্বীরা হজে গিয়ে থাকেন। ২০২৩ সালে যারা যাবেন তাদের প্রয়োজনীয় কাগজ পত্র তৈরী করা হয়েছে। বাকি ছিল কেবল এই প্রশিক্ষনের। এদিন জেলা মাইনোরিটি অফিসার সিদ্ধার্থ সরকার বলেন এবছর তিন জেলা মিলিয়ে ১০৮ জন হজে যাচ্ছেন। এর মধ্যে কেবল জলপাইগুড়ি জেলা থেকেই ৬২ জন রয়েছেন। কালিম্পং থেকে ৬ জন এবং বাকিরা দার্জিলিং জেলার। কাগজ পত্র তৈরি করা থেকে অন্যান্য সমস্তটাই সরকারিভাবে সাহায্য করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে প্রশিক্ষনে আসা হজ যাত্রী মুরারিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুর আলম বলেন তার মা কে নিয়ে এবার হজে যাত্রা করছেন। সারা পৃথিবী থেকে মুসলিম ধর্মালম্বীরা হজে গিয়ে থাকেন। সুতরাং ভিন্য একটি দেশ। সেখানকার নিয়ম কানুন আলাদা। এছাড়া রিলিজিয়াস প্রোটকল আছে এই প্রশিক্ষনে সমস্তটাই আলোচনা করা হচ্ছে।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close