অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ২৪ ঘণ্টা আগে মালদা জেলার বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপি ও কংগ্রেসে যোগদান করছেন তৃণমূল কর্মীরা।একদিকে মালদার গাজলের শাহজাদপুর এলাকায় প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এরা প্রত্যেকেই প্রায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। জেলার অপরপ্রান্ত কালিয়াচকের তৃণমূল ত্যাগ অব্যাহত। তৃণমূলের দলীয় কর্মীদের প্রায় কয়েকশ কর্মী কালিয়াচকের আলিপুর এলাকায় কংগ্রেসে যোগদান করলেন। জেলা কংগ্রেস নেতৃত্ব তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন এদিন। এছাড়াও যারা বিজেপি-তে যোগ দিয়েছেন তাদের হাতেও বিজেপি-র পতাকা তুলে দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল ত্যাগ করার প্রবণতা ততই বেড়ে চলেছে।
উল্লেখ্য, ৪ মে মালদায় কলেজ অডিটোরিয়ামে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। পাশাপাশি ৩ ও ৪ মে মালদার একাধিক ব্লকে কোথাও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো, আবার কোথাও সভা, জনসংযোগ কর্মসূচি। আর এই টানা সফরের আগেই তৃণমূল ছাড়ার এই প্রবণতা অব্যাহত।
যদিও তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, যারা সত্যিকারের পুরনো দলীয় কর্মী, তারা ত্যাগ করছে না। অনেকে কিছু পাওয়ার আশায় তৃণমূলে এসেছিল তারাই দল ত্যাগ করছে।
এপ্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল বলেন, পিশি ভাইপো যেখানে যাবে সেখানকার তৃণমূল কর্মীরা লাইন ধরে দল বদল করছে। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের দিন শেষ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।