বৃহস্পতিবার রায়গঞ্জের কান্দন ঘর এলাকায় থাকা ইসকন মন্দিরে নৃসিংহ চতুর্দশী পালন করলেন শয়ে শয়ে মানুষ। এদিন রায়গঞ্জ মহকুমার ইটাহার, কালিয়াগঞ্জ ছাড়াও বহু দূরের ভক্তবৃন্দ স্থানীয় ইসকন মন্দিরে হাজির হয়েছেন। ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেছিলেন। ভগবান প্রহ্লাদ-এর বাবা হিরণ্যকোশিপুকে উরুর মধ্যে তুলে না দিন, না রাত্রি না ভূমি না আকাশ, না মানুষ না পশু এমন রূপ ধারণ করে বধ করেছিলেন। তাই ভগবান বিষ্ণুর এমন রূপ ধারণের আবির্ভাব তিথিটি বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। আজ সারা দেশ জুড়ে এই তিথি পালিত হচ্ছে ব্যতিক্রম হয়নি রায়গঞ্জের ইসকন মন্দিরেও। বিকেল চারটে থেকে রাত ন’টা পর্যন্ত বিভিন্ন শাস্ত্রপাঠ, কীর্তন, আরতী অনুষ্ঠিত হয়। রাত নটার পর বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় এক হাজার ভক্তবৃন্দ নিঃশুল্ক প্রসাদ পাবেন।
রায়গঞ্জের কান্তনগরের ইসকন মন্দির ঘুরে বিশ্বনাথ দাস-এর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।