কালিয়াগঞ্জে চাঁদগাঁ গ্রামে পুলিশের গুলিতে মৃত মৃত্যঞ্জয় বর্মনের পরিবারের সি বি আই তদন্তের দাবির প্রতি সহমত প্রকাশ করলেন জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুন হালদার।মৃত পরিবারকে সঙ্গে নিয়ে সরোজমিনে তদন্তে গিয়েছিলেন জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান এলাকা পরিদর্শনে গেলেও এলাকায় জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সেখানে হাজির না থাকায় অরুনবাবু প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনায় উত্তর দিনাজপুর জেলা শাসক এবং পুলিশ সুপারকে দিল্লীতে ডেকে পাঠাবেন বলে হুমকি দিয়েছেন।
সূত্রের খবর, গত ২৭ শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তি এলাকা চাঁদগাঁ গ্রামে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনকে খোঁজ করতে গিয়েছিল কালিয়াগঞ্জ থানার পুলিশ।পুলিশ বিষ্ণু বর্মনকে না পেয়ে তার বাবা এবং বোন জামাইকে তুলে নিয়ে আসতে গেলে বাড়ির মহিলা সহ মৃত্যুঞ্জয় বর্মন পুলিশকে বাধা দেয়। পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়লে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। মৃতের পরিবার অভিযুক্তের শাস্তির দাবি জানান।ঘটনার তদন্তভার সি বি আইকে দেবার দাবি জানিয়েছে। এই ঘটনার তদন্তভার সি আই ডি-কে দেয় রাজ্য সরকার। ইতিমধ্যে সি আই ডি তদন্ত শুরু করেছে। মৃত্যুঞ্জয়ের মৃতদেহ সমাধিস্ত করার পর থেকে মৃতের পরিবার ভয়ে গ্রাম ছাড়া আছেন। শুক্রবার ঘটনার তদন্তে আসেন জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুন হালদার। অভিশপ্ত রাতে পুলিশের সঙ্গে কি ঘটেছিল তা জানতে এস সি কমিশনের ভাইস চেয়ারম্যন মৃত পরিবারকে খোঁজ করে তাদের গ্রামে নিয়ে আসেন। এস সি কমিশন গ্রামে এলে জেলা শাসক এবং পুলিশ সুপার থাকা জরুরী বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। কমিশনের সেই নির্দেশ কর্নপাত করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কর্তারা। আতঙ্কিত মৃত পরিবারকে এস সি কমিশনের সদস্যরা সঙ্গে নিয়ে গ্রামে এলেও জেলা প্রশাসনের কোন কর্তা ব্যাক্তি হাজির ছিলেন না। জেলা প্রশাসনের কর্তারা হাজির না থাকায় অরুনবাবু ক্ষোভে ফেটে পড়েন। জেলা প্রশাসন এস সি কমিশনকে জেলা প্রশাসন উপেক্ষা করায় জেলা প্রশাসনের কর্তাদের দিল্লীতে ডেকে পাঠাবেন বলে হুমকি দিয়েছেন। জেলা প্রশাসনের কর্তারা হাজির না থাকায় আতঙ্কিত পরিবারকে এস সি কমিশন গ্রামে ছেড়ে যায় নি। গোপন জায়গা থেকে গাড়ি করে তাদের গ্রামে আনা হয়েছিল। এস সি কমিশন তাদের কোন নির্দেশ না দেওয়ায় সেই গাড়িতেই আবার গোপন জায়গায় ফিরে যান।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।