ইংল্যান্ডের রানীকে নিজের বানানো পোশাক পড়ানোর সুযোগ পেলেন হুগলির এক তরুণী। ফ্যাশন ডিজাইনার হিসেবে তার এমন সাফল্যে খুশি তিনি-সহ তার পরিবার।
সূত্রের খবর, ওই তরুণীর নাম প্রিয়াঙ্কা মল্লিক। তিনি পেশায় ফ্যাশন ডিজাইনার। তিনি হুগলির বাদিনান গ্রামের মেয়ে। অন্যান্য ফ্যাশন ডিজাইনারদের মতো তিনিও ইংল্যান্ডের রানীকে নিজের বানানো পোশাক পড়ানোর স্বপ্ন দেখতেন। তাই রানীর পোশাকের ডিজাইন তৈরি করে তা পাঠিয়েছিলেন ইংল্যান্ডের রাজপরিবারের দফতরে। সঙ্গে ব্রোচ ডিজাইন করেছিলেন রাজার জন্য।
প্রিয়াঙ্কা বলেন, উত্তর এসেছে খোদ রানীর দফতর থেকে। কুইন কনসর্টের ডেপুটি প্রাইভেট সেক্রেটারির পক্ষ থেকে পাঠানো বার্তায় সুন্দর পোশাকের ডিজাইন তৈরির জন্য এবং স্কেচ করার জন্য তাকে অনেক ধন্যবাদ জানানো হয়েছে। রানীর দফতর থেকে পাওয়া এই শুভেচ্ছাবার্তায় আপ্লুত প্রিয়াঙ্কা এবং তার পরিবার। তার কথায় ‘এই পোশাক ও ব্রোচ যদি কখনও রাজা বা রানি পরেন তাহলে সত্যিই তার স্বপ্ন পূরণ হবে।’
অনলাইনে প্রিয়াঙ্কার ডিজাইন করা পোশাক যথেষ্ট জনপ্রিয়। এখন ইংল্যান্ডের রানীর দফতর থেকে আসা এই বার্তার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্রিয়াঙ্কা। হুগলির এক প্রত্যন্ত গ্রামের এই ফ্যাশন ডিজাইনার জানান, তিনি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনালের একজন সদস্য। জি-৭ এবং জি-২০ বৈঠকেও অনলাইনে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও একাধিক ফ্যাশন ইভেন্টেও অনলাইন অংশ নিয়েছেন। রানীর পরনে কখনও কি উঠবে তার ডিজাইন করা পোশাক, সেদিকেই এখন তাকিয়ে হুগলির এই কন্যে।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।