Malda : পাটের জমির আল থেকে উদ্ধার বৃদ্ধ ভিক্ষুকের রক্তাক্ত দেহ

আরও পড়ুন

বাড়ি থেকে কিছুটা দূরে পাটের জমির আল থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের রক্তমাখা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এর পেছনে খুন নাকি কোনও দূর্ঘটনা রয়েছে, তারই তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, ওই বৃদ্ধ ভিক্ষুকের নাম নসমো আলি, বয়স ৫৮ বছর। বাড়ি মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামে। শনিবার সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি মসিউর রহমানের সঙ্গে তিনি পাশের একটি গ্রামে এক চায়ের দোকানে চা পান করতে যান। তিনি বাড়ি ফায়ার না আসায় পরিবারের লোকেরা তার খোঁজে বেড়িয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা মারফতে জানতে পারেন বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দক্ষিণ সালদহ গ্রামের মাঠের মধ্যে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের দাবি, কেউ বা কারা তাকে খুন করে পাটের জমির আলে ফেলে দিয়ে চলে গেছে। সন্দেহভাজন দুই ব্যক্তির নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই চায়ের দোকানদার খালেক আলির ছেলে মুনাজির আলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তবে এই ব্যাপারে ওই দোকানদার মুখ খুলতে চাননি।

পরিবার সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ ভিক্ষুকটি অবিবাহিত ছিলেন। তার ভাইপো বাবুল আলি ও জাহাঙ্গীর আলির কাছেই থাকতো এবং ভিক্ষাবৃত্তি করেই সে দু’মুঠো আহার জোগাড় করত।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close