Uttar Dinajpur: পোষ্য মিকাও ম্যাসাজ চাইছে মল্লিকের

আরও পড়ুন

মিনি ভাইব্রেটর মেশিন দিয়ে পোষ্যকে আরাম দিয়ে স্বভাব খারাপ করে ফেলেছেন গৃহকর্তা বুবাই মল্লিক। এবারে গৃহকর্তা বুবাইবাবু বিছানায় উঠলেই পোষ্য মিকাও হাজির প্রভুর ছোট্ট যন্ত্রটির মাধ্যমে আরাম পেতে। বিষয়টি এখন নিত্যনৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জের নেতাজিপল্লির মল্লিক বাড়িতে। পশুদের মধ্যে শেয়াল অনেক বেশি ধূর্ত। তথাপি মানুষ বিশ্বস্ত প্রাণী হিসেবে সারামেয়কেই ঘরে রেখে পোষ মানাতে বেশি পছন্দ করেন। তাছাড়া পশ- পাখিদের মধ্যে সব চাইতে প্রভুভক্ত প্রাণী হিসেবে সারমেয় অর্থাৎ কুকুরদেরই ধরা হয়। কিন্তু শারীরিক আরামের ক্ষেত্রে এই সারমেয়রাই আবার প্রভুদেরকেও পেছনে ফেলে দেয়। এমন-ই ছবি ধরা পড়ল রায়গঞ্জের নেতাজিপল্লি এলাকার মল্লিক বাড়িতে। ভিডিও-তে দেখা যাচ্ছে মিকা (পোষ্যর নাম)- র মালিক অর্থাৎ প্রভু বুবাই মল্লিক একটি মিনি ভাইব্রেটর যন্ত্র দিয়ে তার পোষ্য সারমেয় “মিকা”-র গলায় ম্যাসাজ করে দিচ্ছেন। কিন্তু যন্ত্রটি সরিয়ে নিয়ে নিজের গায়ে বোলাতেই হাত দিয়ে পশুটির গলাতেই আরাম দেওয়ার জন্য ইশারা করে চলেছে মিকা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close