Uttar Dinajpur : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের

আরও পড়ুন

আজ বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজ বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র ছাত্রীরা। ভর্তির ফিস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি নেওয়া হচ্ছে, অধ্যাপকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন না, পরিকাঠামো গত অনেক অভাব আছে এরম এক গুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের স্নাতকোত্তর চতুর্থ সেমিস্টারের ছাত্র শ্যামল সরকার জানায় দীর্ঘ কয়েক বছর যাবৎ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফিস বেশি নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর চতুর্থ সেমিস্টারের ছাত্রী অদিতি বর্মন জানায় ছাত্রীদের শৌচালয় এর অবস্থা খুব খারাপ এমনকি ছাত্রীদের কমন রুমের ব্যবস্থাও নেই।

তারা জানায় পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয় গুলি নিয়ে ডেপুটেশন প্রদান করবে। অপর দিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার জানান তারা তাদের ছাত্র ছাত্রী। ছাত্র ছাত্রীরা তাদের সঙ্গে এই বিষয় গুলি নিয়ে আলোচনা না করেই বিক্ষোভ অবস্থান করছে। তিনি তাদের ডেকে তাদের অভিযোগ গুলি জানার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্বাবিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close