Madhyamik Result 2023 : আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ

আরও পড়ুন

চলতি মাসের আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। ১৯ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এমন টুইট করেন।

সূত্রের খবর, ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা চলেছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। তার উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত ছিলেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। এপ্রিল মাসের শেষের দিকে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণ করে নম্বর জমা দিয়ে দেওয়া হয়। পর্ষদের সেই সম্ভাবনাতেই সিলমোহর দিয়ে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মাধ্যমিকের ফল প্রকাশের পরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এপ্রিল মাসের শেষ পর্ষদের তরফ থেকে মোট উত্তরপত্রের ৮০ শতাংশ নম্বর জমা দেওয়া হয়। বাকি নম্বর যথাযথ সময়ে জমা পড়লেই পরবর্তী কাজও শুরু হয়ে গেলেই মে মাসের শেষ সপ্তাহে ফলপ্রকাশ করা হবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close