বেপরোয়া গতিতে আসা ট্রাকক্টরের ধাক্কায় মৃত এক নাবালক। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গোসাইপুর এলাকায় ইটাহার চাঁচোল রাজ্য সড়কে।
সূত্রের খবর বুধবার লালগঞ্জ এলাকার বাসিব্দা জিন্নাত আলী নামে এক নাবালক ছেলে মাধবপুর ব্রীজ থেকে হঁটে বাড়ি ফিরছিল। সেই সময় গোসাইপুর এলাকায় রাস্তার ধারে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মালদা জেলার চাঁচল থেকে একটি ট্রাকক্টর ইটাহার মুখে আসার সময় ওই নাবালককে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে চায়ের দোকানে ঢুকে যায়। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানার পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই নাবালককে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা জিন্নাত আলীকে মৃত বলে ঘোষণা করে। এটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে জিন্নাত আলীর পরিবার সহ এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘাতক ট্রাকক্টর টি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।