আজ বৃহস্পতিবার রায়গঞ্জের চণ্ডীতলায় অবস্থিত রয়াল এনফিল্ড শোরুমে বসে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বিধায়কের বাড়িসহ কর্মস্থান গুলিতে আয়কর দফতর হানা দেয়।
বুধবার বিকেলে হুগলির কোন্নগরে এক সভামঞ্চ থেকে শুভেন্দুর নাম না করে কার্যত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আক্রমণ করেছিলেন। বিরোধী দলনেতা বলেন, একজন বিধায়কের বাড়িতে ৩ দিন ধরে আয়কর হানা হয়েছে। শুভেন্দু বলেন, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও কারখানায় আয়কর হানায় ৩ কোটি নগদ ও ৬ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। যদিও আয়কর দফতর তদন্তের পর কোনও প্রকার মুখ খোলে নি।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলায় অবস্থিত রয়াল এনফিল্ড শোরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।