বৃহঃস্পতিবার রাতে রায়গঞ্জ কলেজপাড়া বাজারে অবস্থিত ফ্রেন্ডস কর্নার ক্লাব কে দখলের অভিযোগকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ক্লাবের সদস্য, বাজারের দোকানদারসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এলাকায় লক্ষ্য করা যায় পুলিশ বাহিনীকেও। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্রেন্ডস কর্নার ক্লাবটি দীর্ঘদিন ধরে দল মত নির্বিশেষে বয়জ্যেষ্ঠরাই পরিচালনা করেন। সেখানে দলীয় প্রভাব বা বহিরাগতদের আগমনকে তারা ভালো ভাবে নেননি। এই বিষয়ে ক্লাবের সম্পাদক পরিতোষ সেন বলেন- দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের কিছু ছেলেরা আসছে, তারা ক্লাবে আড্ডা দিতেও চাইছে যদিও তারা ওই বয়জ্যেষ্ঠ মানুষদের কখনোই বেরিয়ে যেতে বলেননি।
এলাকার স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপিতা রনোজ কুমার দাস বলেন এই ক্লাবে অরাজনৈতিক ভাবে সকলে আসে। সেখানে দলের পদের অপব্যবহার করে বহিরাগতদের নিয়ে দলীয় মিটিং মানা যায় না। যদিও তিনি দলে গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেন।
অপর দিকে অভিযোগের তীর যার দিকে রায়গঞ্জ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চিরঞ্জিত দত্ত বলেন তিনি গত তিন বছর ধরে ওই ক্লাবের সদস্য, সেই হিসেবেই তিনি ওই ক্লাবে গিয়েছিলেন এবং দলীয় মিটিং করেছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কলেজপাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।