বিপজ্জনক এলাকা ঘোষণার পরও আত্রেয়ী নদীর রিভার ড্যামে স্নান করতে ভিড় বাড়াচ্ছেন সাধারণ মানুষ। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। সেই জায়গা থেকে এবার ড্যাম চত্বরে স্নান বন্ধ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট থানার পুলিশ প্রশাসন ৷ এদিকে প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় সতর্কতামূলক পোস্টার লাগানো হয়েছে। অভিযোগ, তারপরও সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিপদজনক এলাকায় স্নান করছে অনেকেই। এই বিষয় জানতে পেরেই শনিবার দুপুরে বালুরঘাট শহরের চকভবানী এলাকায় ড্যাম চত্বরে যান বালুরঘাট থানার পুলিশ। ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিক ওসি বৃত্তি সুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
উল্লেখ্য , এদিন মাইক হাতে আইসি সর্তক করেন সাধারণ মানুষদের। এমনকি যারা নদীতে নেমেছিলেন তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। এরপরও প্রশাসনিক নির্দেশিকাকে উপেক্ষা করে কেউ ড্যাম চত্বরে স্নান করতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।