সমস্ত উদ্বেগ,উৎকন্টার অবসান ঘটিয়ে শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অসিত বন্দোপাধ্যায় জানিয়ে দিলেন- আপাতত শিশুটি সুস্থ আছে। বাইরে দুধ খাওয়ার কারনে সে সামান্য অসুস্থ হয়ে পড়েছিল। তবে ওই শিশুটির বড় ধরনের কোনও দৈহিক সমস্যা নেই। চিকিৎসাতে সে সেরে উঠবে। জেলা কংগ্রেসের এই ভূমিকাকে ধন্যবাদ জানিয়েছেন মৃত শিশুর বাবা অসীম দেবশর্মা।
উল্লেখ্য, কালিয়াগঞ্জ থানার মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মার যমজ সন্তান অসুস্থ হয়ে পড়েছিল। শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অন্য সন্তানের মৃত্যু হয়েছিল। টাকার অভাবে এ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি। বাধ্য হয়েই শিশু সন্তানের মৃতদেহ না পেরে ব্যাগে করে বেসরকারি বাসে করে সে কালিয়াগঞ্জে পৌঁছয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। বুধবার মৃতের বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল। অসীমবাবুর বাড়িতে গিয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব জানতে পারেন, তার বড় ছেলেও অসুস্থ হয়ে পড়েছে। অসীমবাবুর বাড়ি থেকেই রায়গঞ্জের বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: অসিত বন্দোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। বিকাল সাড়ে তিনটায় রায়গঞ্জে তার চেম্বারে আনতে বলেন। শিশু সন্তান নিয়ে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ চেম্বারে নিয়ে আসতে যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্য একটি এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করে দেন। সেই এ্যাম্বুলেন্স নিয়ে বিকাল সাড়ে তিনটার মধ্যে অসুস্থ শিশুকে নিয়ে রায়গঞ্জে পৌঁছন। চিকিৎসক অসিত বন্দোপাধ্যায় তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
জেলা কংগ্রেস সভাপতির নির্দেশেই অসুস্থ শিশুর চিকিৎসার জন্য রায়গঞ্জে আনা হয়েছে। কথায় নয়, কাজ করে দেখাল জেলা কংগ্রেস।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।