Uttar Dinajpur : আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও পড়ুন

রায়গঞ্জের অফিসপাড়া কর্ণজোরায় উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনষ্ঠিত হ’ল । বৃহস্পতিবার আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসকে স্মরণীয় করে রাখতেই এজাতীয় আঁকা প্রতিযোগিতার আয়োজন ।আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের একটি আঁকা শেখানোর বিদ্যালয়। প্রত্নতাত্তিক নিদর্শনগুলি চোখের সামনে দেখে কাগজ,পেন্সিল নিয়ে মনযোগ সহকারে এঁকে চলেছে ক্ষুদেরা। এরকম একটি অভিনব উদ্যোগে যেমন তারা খুশি, ঠিক তেমনি খুশি তাদের অভিভাবকরাও। তাদের অঙ্কনের প্রতি উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে পুরোনো নির্দশন সম্পর্কে জানা ও আগ্রহ বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। বহু ক্ষুদে এই প্রথম চোখের সামনে দেখে অঙ্কনের অভিজ্ঞতা অর্জন করছে ও পাশাপাশি জানতে পারছে প্রত্নতাত্তিক নিদর্শন গুলি সম্পর্কেও। এরকম একটি বিশেষ দিনে এমন আয়োজনের শরিক হতে পেরে অভিভূত তারাও।

মূর্তি অঙ্কন, অঙ্কন শিল্পের একটি বড় অঙ্গ। এখানে এসে তারা চোখের সামনে দেখে যেমন সেই নিদর্শন গুলি ফুটিয়ে তুলছে পাতায় ঠিক তেমনি জানতে পারছে আজকের দিনের গুরুত্ব বলে জানিয়েছেন নন্দন ফাইন আর্টস এর কর্ণধার শ্যামল কর্মকার।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close