যে পদ্ধতির জন্য এই ঘটনাগুলি ঘটছে সেই পদ্ধতির পরিবর্তন না হলে আগামীতে এধরনের ঘটনা আরও বাড়বে। বৃহস্পতিবার দুপুরে এমন-ই মন্তব্য করেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার কালিয়াগঞ্জে এসে এই অভিযোগ করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়।
উল্লেখ্য , উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গাংগুয়া গ্রামে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে । রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁ গ্রামে পুলিশের গুলিতে মৃত্যু হওয়া মৃত্যুঞ্জয় বর্মন এবং মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মা টাকার অভাবে মৃত শিশু সন্তানকে ব্যাগে ভরে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে আনার ঘটনায় বামপন্থী ছাত্র,যুব সংগঠন, গণতান্ত্রিক মহিলা সমিতি, সামাজিক ন্যায় বিচার মঞ্চ এবং আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল তাদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, নবনীতা কার্জি, ধ্রুবজ্যোতি সাহা,কলতান দাশগুপ্ত, কনীনিকা ঘোষ বোস এবং পুলিন বিহারী বাস্কে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।