বুধবার রাতের কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে রায়গঞ্জ শহর এবং শহরতলী এলাকার বেশ কিছু বাড়িঘর। খুলে পড়েছে হাতেগোনা কয়েকটি দোকানের ঝাঁপ, খসে পড়েছে দোকানের সাইনবোর্ড, উড়ে গিয়েছে ঘরের চালা, এমনকি রঙিন টিনের ছাউনিও। এরপর বিদ্যুৎ চমক এর কারণে ক্ষণিকের জন্য লোডশেডিং হয়ে যায় রায়গঞ্জ শহরে। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে রাত এগারোটার পর কালবৈশাখী ঝড়ের তান্ডব শুরু হলে গরিব মানুষেরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত হয়েছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান-লাগোয়া বস্তিগুলিতেও। তবে পর্যাপ্ত বৃষ্টি কিংবা ঝড় কোনটাই না হয় অনেকেই পুনরায় ঝড়ের আশঙ্কা করছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।