অসুস্থ রায়গঞ্জ পুরসভার পুর -প্রশাসক সন্দীপ বিশ্বাষ। তাকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা। বর্তমানে সি সি ইউতে রাখা হয়েছে।অবস্থা স্বাভাবিক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে বলে জানা গেছে। প্রশাসকের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে পৌছন প্রশাসক মন্ডলীর সদস্যরা ছাড়াও বহু তৃণমূল কংগ্রেস নেতারা।
সুত্রের খবর, বৃহস্পতিবার এক অনুষ্ঠানবাড়িতে নেমন্তন্ন খেয়ে বাড়িতে ফেরেন তৃনমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র তথা রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস।রাতে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে রায়গঞ্জ গভ: মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।প্রশাসকের অসুস্থতার খবর পেয়ে রাতেই হাসপাতালে তৃণমূল কংগ্রেসের বহু নেতা হাসপাতালে পৌঁছন ।বর্তমানে তিনি সি সি ইউ তে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সন্দীপবাবুর অবস্থা স্থিতিশীল। তবে জনপ্রিয় এই নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই।
রায়গঞ্জের গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ।