Uttar Dinajpur : ভবিষ্যতে কোনও মৃতদেহকে ব্যাগে না আনার লক্ষ্যে ১২ লক্ষ টাকা দান শুভেন্দুর

আরও পড়ুন

আর কোন মৃতদেহকে এভাবে নির্মমভাবে কাউকে নিয়ে যেতে না হয়। আর কোন বাবাকে ব্যাগে করে মৃত সন্তানকে সৎকারের জন্য নিয়ে যেতে না হয়। সেই লক্ষ্যে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘকে একটি শববাহী গাড়ি কেনার জন্য হাতে ১২ লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দুবাবু কুনোর ভারত সেবাশ্রম সংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এদিন তিনি স্বামী প্রনবনানন্দজি মহারাজকে আরতি এবং পুস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু এই ঘোষণা করেন। এদিন কুনোর ভারত সেবাশ্রম সংঘে দুই দিনাজপুর এবং মালদা জেলার বহু স্বামীজি উপস্থিত হয়েছিলেন।

উল্লেখ্য, কালিয়াগঞ্জ ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতে গাংগুয়া গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের পর পুলিশ সেই মৃতদেহ নির্মমভাবে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় সারা ভারতবর্ষজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। সম্প্রতি কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অসীম দেবশর্মা তার পাঁচ মাসের শিশু সন্তান শিলিগুড়ির কাছে থাকা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হওয়ার পর টাকার অভাবে এ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেননি। বাধ্য হয়েই সেই পাঁচমাসের শিশু সন্তানকে ব্যাগে ভর্তি করে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে নিয়ে আসেন। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। আবারও যেনও এধরনের ঘটনার সাক্ষী রাজ্যের মানুষকে আর হতে না হয় সেইজন্য কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভার‍ত সেবাশ্রম সংঘকে শববাহী গাড়ি কেনার জন্য ১২ লক্ষ টাকার চেক তুলে দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উত্তর দিনাজপুরের কুনোর থেকে বিশ্বনাথ দাস এর সঙ্গে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close