বাতিল হয়ে যাবে ২০০০ টাকার নোট। চলবে না আর এই টাকা। শুক্রবার RBI (রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া)-র তরফে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কে সমস্ত ২০০০ টাকার নোট জমা করতে হবে। এই নিয়ে শোরগোল পড়েছে দেশজুড়ে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে পুরনো ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করে নতুনভাবে ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট চালু করা হয়। আবার চলতি বছরে ১৯ মে
বাতিল করা হল ২০০০ টাকার নোটকে। ২৩ মে থেকে ৩০ মে-র মধ্যে তা ব্যাঙ্কে জমা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে, আপাতত এই নোট বৈধ থাকবে। এর সঙ্গে RBI-এর তরফে জানানো হয়েছে, কোনও গ্রাহক একসঙ্গে ১০টির বেশি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারবেন না।
RBI-এর মতে, ২০০০ টাকার নোট বাতিল করা হলে তেমন অসুবিধা হবে না সাধারণ মানুষের। এছাড়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের “ক্লিন নোট পলিসি” অনুসরণ করছে বলে ২০০০ টাকার মূল্যের ব্যাংক নোটগুলি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআই আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণ মানুষ তাঁদের কাছে থাকা ২০০০ টাকার ব্যাংক নোটগুলি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এছাড়া, যে কোনও ব্যাংকের শাখায় ২০০০ টাকার নোট জমা দিয়ে বিনিময়ে অন্যান্য মূল্যের ব্যাংক নোটগুলি সংগ্রহ করতে পারবেন। অপারেশনাল সুবিধা এবং ব্যাংকগুলির নিয়মিত কার্যক্রমের ব্যাঘাত এড়াতে, ২৩ মে থেকে ২০০০ টাকার নোটগুলি বিনিময় করা শুরু হবে।