এক যুগ আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে মিছিল করা হল ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেনের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সৌজন্যে ও ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই মিছিল করা হয়। মিছিলটি সদর ইটাহার চৌরাস্তা এলাকার ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সমগ্র ইটাহারের রাস্তা পরিক্রমা করে। জানা যায়, ২০১১ সালের ২০ মে আজকের দিনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পরিচালিত সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগ অতিক্রম করায় উচ্ছ্বাসে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকদের এই মিছিলের মধ্য দিয়ে স্বরণাঞ্জলী দিবস পালন বলে জানা যায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়, সহ সভাপতি কার্তিক দাস, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতি সাহেরুল হক, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি হাসান আলি-সহ ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের শাখা সংগঠনের কয়েক শতাধিক নেতৃত্ব ও কর্মীরা।
ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।