Malda : কার্বাইড-পাকা আম, অপক্ক লিচুর খোঁজে হানা প্রশাসনের

আরও পড়ুন

কাঁচা লিচু ও কার্বাইড দিয়ে পাকানো আম বিক্রি রুখতে বাজারে হানা জেলা প্রশাসনের। শনিবার সকালে মালদা শহরের আম বাজার ও রথবাড়ি নেতাজি পুর বাজারে হানা দেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। অভিযানে কার্বাইড দিয়ে পাকানো আম ও কাঁচা লিচু বিক্রি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের। পুলিশের হাতে সেই সমস্ত আম ও লিচু তুলে দিয়ে সতর্ক করা হয় বিক্রেতাদের। মহকুমাশাসক জানান, এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে জেলা প্রশাসনের তরফে মাইকিং করার কাজ শীঘ্রই শুরু হবে।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close