মাধ্যমিকে ভালো ফলাফল হওয়ায় জেলা ও ব্লকের নাম উজ্জ্বল করল দুই মাধ্যমিক পরীক্ষার্থী।
সূত্রের খবর, এবারের মাধ্যমিকে ব্লকে প্রথম স্থান অধিকার করে করণদিঘি ব্লকের নাম উজ্জ্বল করল করণদিঘি হাই স্কুলের ছাত্রী তনুস্কা ঘোষ। তার প্রাপ্ত নাম্বার ৬৬০। তনুস্কা ছোটো থেকে মেধাবী ছাত্রী ছিল। তনুস্কার বাবা একজন স্বাস্থ্য কর্মী। মেয়ে ভালো ফলাফল করায় পরিবারের পাশাপাশি ব্লক ও এলাকার নাম উজ্জ্বল করেছে। এতে অনেকটাই খুশি রয়েছে তনুস্কার পরিবার।
অন্যদিকে করণদিঘি ব্লকের রাহাতপুর হাই মাদ্রাসার ছাত্রী শামীমা খাতুন মাধ্যমিকে মাদ্রাসায় বোর্ডে ভালো ফলাফল করে জেলায় প্রথম স্থান অধিকার করে জেলার নাম উজ্জ্বল করেছে। শামীমা খাতুনের প্রাপ্ত নম্বর ৭৩৯। একই ব্লকের দুই ছাত্রী ভালো ফলাফলের কথা শুনে দুই ছাত্রীর বাড়িতে গিয়ে দুই ছাত্রীকে সংবর্ধনা জানানোর পাশাপাশি মিষ্টি মুখ করান করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল। দুই ছাত্রীকে আর্থিক সহযোগিতার পাশাপাশি আগামীতে ওই দুই ছাত্রীর পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক গৌতম পাল। সব মিলিয়ে দুই ছাত্রীর মাধ্যমিকে ভালো ফলাফল হওয়ায় গোটা ব্লক জুড়ে খুশির হাওয়া দেখা গিয়েছে।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।