পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের যাত্রী প্রতীক্ষালয় রায়গঞ্জ রেল স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে আগে ছিলই। পুনরায় সংশ্লিষ্ট প্লাটফর্মে দুটি সম আয়তনের যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দের ধারা বজিয়ে রাখতে চায় ভারতীয় রেলের রায়গঞ্জ রেলস্টেশন।
প্রায় ছ’মাস আগে কাজ শুরু করে দুটি ছাউনি খাড়া করে দিয়েছে ভারতীয় রেলের কাটিহার ডিভিশন। বর্তমানে নবনির্মিত যাত্রী প্রতীক্ষালয়ে ছাওনি এবং তিনটি করে মোট ছটি খুঁটিতে শুধু রংয়ের প্রলেপ বাকি।
উল্লেখ্য, রায়গঞ্জ রেল স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে যেহেতু দূরপাল্লার রেলগাড়িগুলি ছাড়ে, তাই একটিমাত্র ছাউনি থাকায় এই যাত্রীরা বৃষ্টির দিনে সমস্যায় পড়ছিলেন। এবারে মোট তিনটি যাত্রী প্রতি খেলায় থাকায় সেই সমস্যার নিরসন হতে চলেছে।
অন্যদিকে রেল দফতরের তরফে জানানো হয়েছে- নির্মাণ কার্যের বিষয়টি যেহেতু কাটিহার ডিভিশন দেখছে, তাই সেইক্ষেত্রে তাদের বিষয়টি অজানা।
উল্লেখ্য,রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ক’দিন আগেই এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন- রায়গঞ্জ রেল স্টেশনের যে পরিমাণ উন্নয়ন হবে তা রায়গঞ্জবাসী আগে কখনো কল্পনাও করেননি। এবারে যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ তারই অঙ্গ কিনা তা অবশ্য সময়ই বলবে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।