Uttar Dinajpur : হজ যাত্রীদের গণ-সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন বিধায়কের

আরও পড়ুন

বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেনের তৎপরতায় হজযাত্রীদের সংবর্ধনা-জ্ঞাপন করা হল ইটাহারে। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই সংবর্ধনাজ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার পথসাথীর সভাকক্ষে। জানা গিয়েছে, এবছর ইটাহার ব্লক থেকে প্রায় ৬৫ জন মুসলিম ধর্মাবলম্বী সাধারণ মানুষ ও হাজিরা তাদের পবিত্র ধর্মীয় পিঠস্থান মক্কায় হজ-এ যাবেন। ফলে সেই হজ যাত্রীদের হজ-এর নিয়মাবলী সম্পর্কে অবগত করানোর পাশাপাশি তাদের বিধায়কের তরফে সংবর্ধনা জ্ঞাপন ও বিভিন্ন উপহার প্রদান করতে এদিনের এই কর্মসূচির আয়োজন। একই সঙ্গে হজ-যাত্রীদের তাদের এই দীর্ঘ যাত্রাকালে যে কোনও রকম সমস্যায় বিধায়ক-সহ তৃণমূল সংখ্যালঘু সেলের তরফে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হুসেন, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়, সহ-সভাপতি কার্তিক চন্দ্র দাস, সংখ্যালঘু সেলর ব্লক সভাপতি হাসান আলি, মাদ্রাসা শিক্ষা সেলের ব্লক সভাপতি আবু বক্কর, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতি সায়রুল হক, মৌলানা মণিরুল ইসলাম, হাজিকুল ইসলাম-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ফোর্টিন টাইম লাইন, ইটাহার, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close