সোমবার সাতসকালে রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করল একজন পুলিশ কর্মী। রায়গঞ্জ থানার পুলিশ ব্যারাকে এঘটনা সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটেছে। নাম তাপি থোকদার, বয়স ৩২ বছর। বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানায় এলাকায়। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। ছুটি না পেয়ে আত্মহননের চেষ্টা করেছেন, নাকি প্রেমে ব্যর্থ হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন ওই পুলিশ কর্মী তা এখনও স্পষ্ট নয়। এমন ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ।
রায়গঞ্জ হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।