Uttar Dinajpur : কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিয়ে রিলে অনশন চায় আইএনটিটিইউসি

আরও পড়ুন

রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে আগামী ২৮ এবং ২৯ মে রিলে অনশন কর্মসূচি আয়োজন করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা আইএনটিটিউসি। এই কর্মসূচি সফল করতে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার রাত আটটায় রায়গঞ্জ শহর আইএনটিটিইউসি কার্যালয়ে।

সূত্রের খবর, ওই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শেখর দাস, শহর সভাপতি তপন দাস জেলা কনভেনার তারাপদ দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। রিলে অনশন কর্মসূচিকে সফল করা ছাড়াও এদিন সাংগঠনিক আলোচনাও হয়।

এদিন সংগঠনের জেলা কমিটিকে বর্ধিত করা হয়। প্রসঙ্গত, রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান রণোজ কুমার দাস আইএনটিটিইউসি-র জেলা সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন।

এছাড়াও এই বর্ধিত জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন অরিন্দম সরকার, জেলা নির্মাণ কর্মীর দায়িত্ত্ব পেয়েছেন হেমচন্দ্র লালা, টোটো ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন অজয় রায়। নতুন পদ পেয়ে সাংগঠনিক শ্রীবৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অরিন্দম সরকার।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close