Uttar Dinajpur : জামাইষষ্ঠী উপলক্ষে নয়া সাজে রামকৃষ্ণ মিশন

আরও পড়ুন

ধীরে ধীরে নব রূপে সেজে উঠছে রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ শাখা। সকাল-সন্ধ্যা আরতি, নাম-কীর্তন দেখতে আসেন অসংখ্য ভক্তবৃন্দ। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জামাইষষ্ঠীর পূর্ণ লগ্নে এক অনন্য মাঙ্গলিক অনুষ্ঠানের সাক্ষী থাকল রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ শাখা।

সূত্রের খবর , এদিন সকাল আটটায় রামকৃষ্ণ মিশনের নবনির্মিত রামকৃষ্ণ তোরণের উদ্বোধন করলেন কাশীপুর রামকৃষ্ণ মঠ এর অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজী মহারাজ। এছাড়াও এদিন নবনির্মিত সিংহাসনে ঠাকুরের নতুন পট স্থাপন অনুষ্ঠানও সম্পন্ন হয়। সারাদিনে বিশেষ পুজো, হোম সহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হবে বলে জানান মঠাধ্যাক্ষ পরেসত্মানন্দজী মহারাজ। তিনি আরও বলেন- আগামীকাল থেকে তিন দিন প্রায় ৪০০ পুণ্যার্থীর দীক্ষাগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রামকৃষ্ণ মিশন থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close