Uttar Dinajpur : রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন

বিন্দোল শিবমন্দির থেকে কোয়লাডাঙ্গি পর্যন্ত তিন কিলোমিটার বেহাল রাস্তা মেরামতির দাবিতে রাজপথে টায়ার জ্বালিয়ে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার এই রাস্তা মেরামতির জন্য কোনও উদ্যোগ না নেওয়ায় আজকের এই আন্দোলন বলে জানিয়েছেন। এই আন্দোলনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে তারা পঞ্চায়েত ভোট বয়কটের পথে যেতে বাধ্য হবেন।

উল্লেখ্য, রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের অধীনে বিন্দোল শিবমন্দির থেকে কো কোয়লাডাঙ্গি পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ কুড়ি বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিন্দোল পঞ্চায়েতের অধীনে কোয়লাডাঙ্গি বর্ডার আউট পোষ্ট। সীমান্ত সুরক্ষার স্বার্থে এই পথ দিয়ে প্রতিনিয়ত বিএসএফ যাতায়াত করে বর্ষার সময় এই মাটির রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে বিএসএফকে দীর্ঘ পাঁচ কিলোমিটার ঘুরপথে ক্যাম্পে যেতে। মাটির রাস্তা বেহাল হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গর্ভবতী মহিলা এবং ছাত্রছাত্রীদের চলাচলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। রাস্তা সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত থেকে বিডিও-র নজরে আনলেও আজ পর্যন্ত তারা কোনও পদক্ষেপ গ্রহন করেনি। রাজ্য সরকার পথসাথী প্রকল্পে নতুন রাস্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করলেও এই প্রস্তাবিত রাস্তা তৈরি থেকে সরে এসেছে পঞ্চায়েত। বাধ্য হয়েই আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এই আন্দোলনে প্রশাসনিকভাবে গুরুত্ব না দেওয়া হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের পথে যেতে বাধ্য হবে বলে আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়েছেন।

 

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিন্দল থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close