Daksin Dinajpur : পড়ুয়াদের মধ্যে পরিচয়পত্র বিলি করা নিয়ে হাতাহাতি বালুরঘাট কলেজে, প্রহৃত ২

আরও পড়ুন

পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না কোনও নিয়ম। পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। এর প্রতিবাদ করায় দুই ছাত্রকে মারধর তৃণমূল ছাত্র পরিষদের। যার মধ্যে এক ছাত্র ও অন্যজন ডিএসও সদস্য। তাদেরকেই মারধর করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট কলেজে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট কলেজ চত্বরে। আক্রান্তরা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রসঙ্গত, প্রথম সেমেস্টারে ২ হাজার জন পড়ুয়া রয়েছেন ৷ বুধবার থেকে কলেজ পড়ুয়াদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে৷ শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১ জুন পর্যন্ত। ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক হওয়ায় তাই ন’দিন যাবৎ পরিচয়পত্র দেওয়ার তারিখ ঠিক করেছেন কলেজ কর্তৃপক্ষ। গতকাল থেকে পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে বালুরঘাট কলেজে। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দিনে চলছিল পরিচয় পত্র দেওয়ার কাজ। অভিযোগ, এদিন পরিচয়পত্র নেওয়ার জন্য সকাল থেকে চাকরির লাইনে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক ছাত্রছাত্রী। সেই লাইনের ফাঁক দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বেছে বেছে পরিচয়পত্র আগে দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদ করায় দু’জনকে মারধর করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলে অভিযোগ। যদিও মারধর করার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

অন্যদিকে বালুরঘাট কলেজের অধ্যক্ষ ড. পঙ্কজ কুন্ডু বলেন, পরিচয়পত্র নেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি একটা হয়েছিল৷ বিষয়টি জানতে পেরে তিনি তা মিটমাট করিয়ে দেন। তবে মারধরের ঘটনার মতো কোনকিছুই ঘটেনি বলেই কলেজ অধ্যক্ষ জানিয়েছেন৷

তবে অভিযোগ, পাল্টাও অভিযোগে সরগরম বালুরঘাট কলেজে মারামারির বিষয়টিকে কোনোভাবেই মেনে নিচ্ছেন না অভিভাবকেরা। ছেলে মেয়ে পাঠিয়ে তাদের অনেকেই আতঙ্কে ভুগছেন। বিষয়টি শান্তিতে নিষ্পত্তি হোক চান সকলেই।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close