শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উত্তর দিনাজপুরের হেমতাবাদ-এর কাশিমপুর গ্রামে একটি বাড়িতে খড়ের গাদায় আগুন লাগে। প্রথমে গ্রামবাসীরা উদ্যোগী হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, এরপর খবর যায় দমকলে। ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জল ঢেলে খড়ের গাদার আগুন নিভিয়ে দেয়।
পুলিশ এবং দমকলবাহিনীর অনুমান, রান্নাঘর থেকেই শুক্রবার খড়ের গাদায় আগুন লেগেছিল। তবে বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকলের ওই সূত্রটি জানিয়েছে। অন্যথায় সময়ে দমকল না এলে আশপাশের বহু বাড়ি পুড়ে সাফ হয়ে যেত।
হেমতাবাদের কাশিমপুর ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা