বাজার করতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়ে এক কিশোরী। ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় সে। ঘটনাটি ঘটেছে মালদার রথবাড়ি রেলওয়ের সাবওয়ে উড়ালপুলের নিচে।
সূত্রের খবর, আহত ওই স্কুল ছাত্রীর নাম রীতিকা ঘোষ, বয়স ১৮ বছর। বাড়ি মালদার ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পার্ক এলাকায়। শুক্রবার সন্ধ্যা নাগাদ মালদার রথবাড়ি থেকে বাজার ছেড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্রী। সেই সময় রথবাড়ির সাবওয়ের নিচে পৌঁছনো মাত্রই পেছন দিক থেকে মোটরবাইকে করে দুই দুষ্কৃতি এসে ওই স্কুল ছাত্রীর মুখে স্প্রে করে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ। সে অচৈতন্য হতেই তার কাছ থেকে গলায় থাকা সোনার চেন নিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর ওই কিশোরী তাদেরকে বাধা দিতে গেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে ওই কিশোরীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছয়। ওই কিশোরীর কাছে পুরো ঘটনাটি শুনে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে তার পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।