Dakhin Dinajpur : রোগিণীর মৃত্যু নিয়ে অবরোধে উত্তাল গঙ্গারামপুর হাসপাতাল

আরও পড়ুন

মহিলার বন্ধাত্বকরণের জন্য অস্ত্রোপচার করতে গিয়ে রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে হাজির হয় গঙ্গারামপুর থানার পুলিশ।

সূত্রের খবর, শনিবার গঙ্গারামপুর থানার মুস্তাফাপুরের বাসিন্দা শ্যামলী ওঁরাও – এর বন্ধত্বকরণ প্রক্রিয়া করানোর জন্য স্থানীয় আশা-কর্মী গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। মহিলাদের বন্ধাত্বকরণের জন্য অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হয় শ্যামলী ওঁরাও নামের ওই মহিলার। যে ঘটনার পর রবিবার হাসপাতালের চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়-স্বজনেরা। এদিন ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন মৃতার আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিক্ষোভকারীরা। বর্তমানে ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে । বাস্তবে প্রায়শই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফলতির অভিযোগ উঠছে বেশ কয়েকদিন ধরেই। এদিন বারুদের স্তুপে বিস্ফোরণের আগে ধোঁয়া উঠলো মাত্র বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন।

দক্ষিণ দিনাজপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close