Uttar Dinajpur : ইটাহারের পতিরাজপুরে জলপ্রকল্পের উদ্বোধনে বিধায়ক

আরও পড়ুন

রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পের অধীন বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ধামধোল জল প্রকল্পের উদ্বোধন করলেন ইটাহারের বিধায়ক।

শনিবার ইটাহার ব্লকের পতিরাজপুর অঞ্চলের ধামধোল এলাকায় বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে একটি অনুষ্ঠান হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছিলেন পতিরাজপুর অঞ্চলের মানুষ। ফলে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইটাহারের সাধারণ মানুষদের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন বিধায়ক মোশারফ হোসেন । দরবার করেন রাজ্য সরকারের পিএইচই দফতরেও। বিধায়কের আবেদনে মান্যতা দিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর পরিশ্রুত পানীয় জল প্রকল্প বাস্তবায়নে প্রায় তিন কোটি টাকা অর্থ বরাদ্দ করে। এদিন ধামধোল এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জল প্রকল্পের ফিতে কেটে উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষেরা । ধামধোল, শিবরামপুর মহাপুকুর-সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঞ্চলের প্রায় কয়েকটি অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পেয়ে জানান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। পাশাপাশি তিনি জানান, আগামীদিনে আরও বেশ কয়েকটি জল প্রকল্পের উদ্বোধন হবে ইটাহার ব্লকে। বিধায়ক ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইটাহার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রিনা সরকার ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগেন্দ্র নাথ রায়, কার্তিক চন্দ্র দাস, উত্তম সাহা, কাঞ্চন সরকার, সইদুল ইসলাম, হাসান আলি, চন্দন বর্মন, ভেলোরিয়াম সোরেন, আব্দুল লতিফ-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমূহ ।

ফোর্টিন টাইমলাইন , উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close